গাজোল

খুনের ঘটনায় জড়িত ধৃতের বাবাকে গ্রেফতারের দাবি তুলে গ্রামবাসীদের পথ অবরোধ

 

ছেলের সাথে বাবাকেও গ্রেফতার করার দাবি জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। সোমবার এই পথ অবরোধের ঘটনাটি ঘটে গাজোলের বিশ মাইল এলাকায়। পুলিশের তরফে উপযুক্ত আশ্বাসবানী দেওয়ার পর অবরোধ তুলে নেন এলাকাবাসীরা।

    উল্লেখ্য, চলতি মাসের গত বৃহস্পতিবার বিষ মাইল এলাকায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় আহত হয় শ্যামল মজুমদার নামের এক ব্যক্তি। এই ঘটনায় জীবনজিত মজুমদার নামে বছর ২৬ এর এক যুবককে বিষ মাইল এলাকা থেকে গ্রেপ্তার করে মালদা জেলা আদালতে পেশ করে গাজোল থানার পুলিশ। আর এই ঘটনার ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। এলাকাবাসীদের দাবি এই ঘটনায় ওই যুবকের সাথে জড়িত রয়েছে তার বাবা এবং অন্যান্যরা। এই দাবি তারা আগেও জানিয়েছিলেন। তাই অবিলম্বে অভিযুক্ত ওই যুবকের বাবাকে গ্রেফতারের দাবিতে সোমবার বিষ মাইল এলাকায় 512 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। এলাকাবাসীদের জাতীয় সড়ক অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয় জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। অবশেষে অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনার পর পুলিশি আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা।